মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার জেলা সদর হাসপাতালের করোনা’র টিকাদান কেন্দ্র কক্সবাজার নার্সিং ইনস্টিটিউট থেকে আবার জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আগামী শনিবার ১১ সেপ্টেম্বর থেকে করোনা’র টিকা প্রথম ডোজ ও দ্বিতীয় ডোজ গ্রহনকারী সকলকে কক্সবাজার জেলা সদর হাসপাতালের তৃতীয় তলায় টিকা দেওয়া হবে।
কক্সবাজার সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ আলী এহসান বৃহস্পতিবার ৯ সেপ্টেম্বর এক জরুরি বিজ্ঞপ্তি জারী করে টিকাদান কেন্দ্র নার্সিং ইনস্টিটিউট থেকে সদর হাসপাতালে স্থানান্তরের বিষয়টি জানিয়েছেন। এ ব্যাপারে জেলা সদর হাসপাতালের তত্বাবধায়কের সম্মতি রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।