ইমাম খাইর, সিবিএন:
কক্সবাজার ও বান্দরবানে ভেজাল বিরোধী অভিযান চালিয়েছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।  এ সময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৪ টি ব্যবসা প্রতিষ্ঠানকে সর্বমােট ২,২৫,০০০ টাকা জরিমানা করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানসমূহ হলো- কক্সবাজার ফায়ার সার্ভিস এলাকার পিএমকে স্টোর ১ লক্ষ টাকা, পানবাজার সড়কের কাশেম স্টোর ৯০ হাজার টাকা, বান্দরবান সদরের সুপার স্টোর সুইট এন্ড বেকারী ৩০ হাজার টাকা ও টেকনাফে একটি মানহীন পণ্যের গােডাউনকে ৫ হাজার টাকা।

র‍্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরীর নেতৃত্বে বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকাল থেকে পৃথক সময়ে অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ইদানিং লক্ষ করা যাচ্ছে যে , বিভিন্ন প্রতিষ্ঠানে অবৈধ ও নকল পণ্যসামগ্রী খাদ্য, প্রসাধনী, ওষুধ, মেডিকেল ডিভাইস, ইস্পাত, মবিল, ক্যাবল ইত্যাদি তৈরি এবং বিক্রি করছে ।

এগুলাে ব্যবহার করে মানুষজন বিভিন্ন সমস্যায় পড়ছে। প্রতারিত হওয়ার পাশাপাশি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অসাধু দোকানিদের নিকট ঠকছে সাধারণ ক্রেতারা।

এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, ভুক্তভোগিদের তথ্য ও অভিযোগের সুত্র ধরে বৃহস্পতিবার ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

অভিযানে ভেজাল খাদ্যসামগ্রী তৈরি ও বিক্রি এবং নকল, মানহীন ও মেয়াদ উত্তীর্ণ পণ্য সামগ্রী বিক্রি ও হেফাজতে রাখায় ভােক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ , বিএসটিআই আইন-২০১৮, মাতৃদুগ্ধ বিকল্প আইন-২০১৩ মােতাবেক ৪ টি প্রতিষ্ঠানকে সর্বমােট দুই লক্ষ পঁচিশ হাজার টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত ছিদ্দিকী। এ সময় বিএসটিআই কক্সবাজারের কর্মকর্তা রাজিব দাশসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ভেজাল, প্রতারণা, মজুতদারী, দালালচক্র ধরাসহ নানা অপরাধের বিরুদ্ধে সারাদেশে অভিযান চালাচ্ছে র‍্যাব।