নিজস্ব প্রতিবেদক:
সনাতনী সম্প্রদায়ের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজাকে জেলাব্যাপি উদযাপনের লক্ষ্যে চলছে ব্যাপক প্রস্তুতি। তবে করোনা মহামারির কারণে এবছরও স্বাস্থ্যবিধি মেনে ও নিরাপদ দূরত্ব বজায় রেখে উদযাপিত হবে এই শারদীয় দুর্গোৎসব। এদিকে জেলাব্যাপি দুর্গাপূজা উদ্যাপনের লক্ষ্যে আগামী শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় শহরের লালদিঘীর পাড়স্থ ব্রাহ্ম মন্দির প্রাঙ্গনে জেলা পূজা উদযাপন পরিষদের প্রস্তুতিসভার আয়োজন করা হয়েছে। উক্ত প্রস্তুতি সভায় জেলা কমিটির সকল কর্মকর্তা, উপদেষ্টা ও সকল উপজেলা-পৌরসভা কমিটির সভাপতি/সাধারণ সম্পাদক, আহবায়ক/যুগ্ম আহবায়ক/সদস্য সচিবকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট রনজিত দাশ এবং সাধারণ সম্পাদক বাবুল শর্মা।
জেলায় চলছে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি, জেলা পূজা কমিটির সভা শুক্রবার
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।