প্রেস বিজ্ঞপ্তি:
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, দৈনিক কক্সবাজার পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং জেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মরহুমের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন টেকনাফ সাংবাদিক ফোরামের উপদেষ্টা ও প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী, সাবেক সভাপতি ও প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি মোঃ আশেক উল্লাহ ফারুকী, উপদেষ্টা ও প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক নুরুল করিম রাসেল, সভাপতি আমান উল্লাহ কবির, কার্যকরী সভাপতি মুহাম্মদ জুবাইর, সাধারণ সম্পাদক সামী জাবেদ প্রমুখ। এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, মরহুম ছিলেন দক্ষিণ চট্টগ্রামের সাংবাদিকতার কারিগর। তাঁর হাত ধরেই অনেকে লেখালেখির জগতে সখ্যাতি অর্জন করেছে। হয়েছে অনেকে সম্পাদকও। তার ইন্তেকালে সাংবাদিক জগতের উজ্জ্বল অদ্বিতীয় নক্ষত্রকে হারিয়েছেন। তা কখনো পুরন হবার নই।
মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন নেতৃবৃন্দ।
নুরুল ইসলামের ইন্তেকালে টেকনাফ সাংবাদিক ফোরামের শোক
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
