মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, কক্সবাজারের সাংবাদিকতার দিকপাল, দৈনিক কক্সবাজার সম্পাদক, কক্সবাজার প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর মোহাম্মদ নুরুল ইসলাম এর নামাজে জানাজা’র সময় পরিবর্তন করা হয়েছে। বুধবার ৮ সেপ্টেম্বর সকাল ১১ টায় কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এর আগে বুধবার জোহরের নামাজের পর একইস্থানে তাঁর জানাজা অনুষ্ঠানের কথা ছিলো।
মরহুমের সন্তান, কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম পরিবর্তিত এই সময়সূচী নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, কক্সবাজারে সাংবাদিকতার পথিকৃৎ মোহাম্মদ নুরুল ইসলাম মঙ্গলবার ৭ সেপ্টেম্বর রাত ৮ টা ৪০ মিনিটের দিকেচট্টগ্রামস্থ পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর।
মরহুম নুরুল ইসলাম মৃত্যুকালে স্ত্রী, ৩ পুত্র, ২ কন্যা সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তিনি পেকুয়া উপজেলার বৃহত্তর মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। মোহাম্মদ নুরুল ইসলাম কক্সবাজার জেলা আওয়ামী লীগের উপদেষ্টা, কক্সবাজারে কৃষকলীগের প্রতিষ্ঠাতা, সাপ্তাহিক স্বদেশবাণী ও সাপ্তাহিক কক্সবাজার পত্রিকার সম্পাদক ছিলেন। মরহুম মোহাম্মদ নুরুল ইসলাম মগনামার আলহাজ্ব আশরাফ মিয়া ও খুইল্ল্যা বিবি’র জ্যেষ্ঠ সন্তান।