উখিয়া সংবাদদাতা:
কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক জাতীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, বিনাভোটে আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে এখন শহীদ রাষ্ট্র পতি জিয়াউর রহমান নিয়ে নোংরা রাজনীতি শুরু করেছেন। যা দুঃখ জনক । লক্ষ কোটি জনগণের হৃদয় থেকে শহীদ জিয়ার নাম কোন দিন মুছে দিতে পারবেনা।
সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী নির্দলীয় নিরেপক্ষ তত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচনের দাবীতে যুবদল কে ঐক্যবদ্ধ হওয়ার আহাব্বান জানান।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) উখিয়া উপজেলা যুবদলের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
উখিয়া যুবদলের আহবায়ক এম সাইফুর রহমান সিকদারের সভাপতিত্বে সদস্য সচিব খায়রুল আমিনের পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আফজার সাবিত চৌধুরী মনিরুল ইসলাম চৌধুরী রিদুয়ানুর রহমান বাপ্পী, আবদুল্লাহ আল মামুন, মোহাম্মদ সোহেল রানা মোহাম্মদ হোসাইন, মোহাম্মদ আমিন, মোহাম্মদ আবদুল মজিদ।
রাজাপালং আবুল-কাসেম-নূরী জাহান চৌধুরী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা যুবদলের আওতাধীন সাংগঠনিক উত্তর ও দক্ষিণ ইউনিয়ন শাখার আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক সদস্য সচিব যথাক্রমে মো সালামত উল্লা, এখলাস কবির জিয়া, দেলোয়ার হুসাইন, মো শাহজাহান, সরওয়ার সিকদার, মো শাহ আলম দক্ষিণ, রফিকুল আলম রফিক, মো জুবায়ের, রেজাউল করিম রেজা, সাহাব উদ্দিন, আনোয়ার,মো শাহ আলম, আলাউদ্দিন, ইসমাইল হাবিব, কামাল হোসেন, সাইফুল ইসলাম, নুরুল ইসলাম, আব্দু সালাম প্রমূখ
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দাবিতে আন্দোলন গড়ে তুলতে হবে -শাহজাহান চৌধুরী
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।