মোঃ জয়নাল আবেদীন টুক্কু:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ৫ ইউনিয়ন যথাক্রমে সদর,বাইশারী, ঘুমধুম, সোনাইছড়ি ও দোছড়ি ইউপিতে করোনা প্রতিরোধের গণটিকার ২য় ডোজ সম্পন্ন হয়েছে।
গত ৭ আগষ্ট সারাদেশে বিনামূল্যে করোনা প্রতিরোধের টিকা প্রদান কার্যক্রম এর অংশ হিসেবে নাইক্ষ্যংছড়ি উপজেলার এসব ইউনিয়নে গণ টিকা দান কার্যক্রম শুরু হয় সফলতার সাথে।
তারই ধারাবাহিকতায় মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) করোনা প্রতিরোধের টিকার ২য় ডোজ প্রদান করা হয়।
নাইক্ষ্যংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ এ জেড এম সেলিম উদ্দিন জানান, প্রথম ডোজ টিকা সম্পন্ন করার পর কোন প্রকার পার্শ্বপ্রতিক্রিয়া পরিলক্ষিত না হওয়ায় জনগনের মধ্যে এ টিকা গ্রহণে আগ্রহের সৃষ্টি হয়। প্রথমবারের মতই এলাকার লোকজন আগ্রহের সাথে ২য় ডোজ করোনা প্রতিরোধের টিকা গ্রহণ করেন। তিনি আরো বলেন উপজেলার ৫ ইউনিয়নে প্রথম ডোজ গ্রহণকারী ৩ হাজার ১ শ ২২ জনকে ২য় ডোজ করোনা প্রতিরোধের টিকা প্রদান করা হচ্ছে। আজ প্রায় ২৭ শ জন টিকা গ্রহণ করেন বাকি ৪২২ জন আগামী কাল এ টিকার আওতায় আনা হবে। এদিকে বেলা ১২ টায় নাইক্ষ্যংছড়ি সদর ইউপির মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে টিকা দান কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সালমা ফেরদৌস, এসময় সাথে ছিলেন নাইক্ষ্যংছড়ি স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা এ জেড এম সেলিম উদ্দিন, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক মোঃ জয়নাল আবেদীন টুক্কু, ও সাংবাদিক মোঃ ইউনুছ প্রমুখ।
নাইক্ষ্যংছড়ির ৫ ইউনিয়নে গণটিকার ২য় ডোজ সম্পন্ন
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।