নুরুল আলম সাঈদ, নাইক্ষ্যংছড়ি:
বান্দরবান পাবর্ত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের মায়ানমার সীমান্তের তুমব্রু বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের অনুদানের চেক বিতরণ করেছেন উপজেলা নির্বাহি অফিসার সালমা ফেরদৌস।

নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের ত্রাণ তহবিল থেকে প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে মোট ২৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ক্ষতিগ্রস্ত আশরাফ আলী, নবী হোসেন, নুরুল বশর, খায়রুল বশর, নুর আয়েশার হাতে অনুদানের এই চেক তুলে দেওয়া হয়।

এর আগে গত সোমবার নাইক্ষ্যংছড়ি সীমান্তের তুমব্রু বাজারে অগ্নিকান্ডে মুদির দোকান, চাউলের গোদাম, মুরগির দোকান, চা দোকানসহ পাঁচটি দোকান ও দোকানে থাকা মালামাল, নগদ টাকাসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন দপ্তরের অফিস সহকারী সোহেল রানাসহ ক্ষতিগ্রস্তরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৬সেপ্টেম্বর নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের তুমব্রু বাজারে জনৈক ছৈয়দ নুরের মুরগির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে পাঁচটি দোকান পুড়ে যায়। এতে প্রায় ১০লক্ষাধিক টাকার ক্ষতি হয় ব্যবসায়ীদের।