সাইদুল ইসলাম ফরহাদ :

রাজধানীর মতিঝিলে টেকনাফের মেম্বার প্রার্থী  খলিল চৌধুরী (২৮)কে ইয়াবাসহ আটক করেছে পুলিশ। শনিবার সন্ধা ৭টার দিকে ঢাকার প্রিন্স গার্ডেন হোটেলের সামনে পাকা সড়ক থেকে ১৬০০পিস ইয়াবা সহ আটক করা হয়।
খলিল চৌধুরী টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৩নং ওয়ার্ড উনছিপ্রাং এলাকার নুরুল আমিন চৌধুরীর ছেলে এবং হোয়াইক্যং ইউনিয়ন শ্রামীকলীগের আহবায়ক ও ৩নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী ।

পুলিশ সূত্রে জানা যায়, এক ব্যক্তি ঢাকা আরামাবাগ এলাকায় ইয়াবা বিক্রি করছিলেন। এমন গোপন খবর পেয়ে  পুলিশ সেখানে অভিযান চালিয়ে ১৬০০ পিস ইয়াবাসহ খলিল চৌধুরীকে আটক করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।

মতিঝিল গোয়েন্দা পুলিশের এসআই আতোয়ার হোসেন মন্ডল কক্সবাজার নিউজকে সত্যতা নিশ্চিত করে বলেন , গোপন সংবাদের ভিত্তিতে  ইয়াবা বিক্রি করার খবর পেয়ে তাকে আটক করা হয়।