নুরুল আলম সাঈদ, নাইক্ষ্যংছড়ি:
বান্দরবান পাবর্ত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলাসহ জেলা লামা উপজেলায় অবৈধভাবে ইটভাটা পরিচালনা ও পরিবেশের ক্ষতিসাধনসহ বিভিন্ন অভিযোগে ১০টি ভাটার মালিককে ১৯লাখ ৬০হাজার টাকা জরিমানা করেছেন পরিবেশ অধিদপ্তর।

তাদের বিরুদ্ধে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৭ ও ১২ধারা আলোকে ক্ষতিপূরণ আরোপ করা হয়।

রোববার (৫সেপ্টেম্বর) চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর কার্যালয়ে ইটভাটা মালিকদের এই জরিমানা করা হয়।

চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের পরিচালক মুফিদুল ইসলাম জানান, জরিমানা আদায়কৃত অবৈধ ইটভাটার মধ্যে রয়েছে কেআর এস ব্রিক ১লাখ ২০হাজার, বিএইচবি ব্রিক ১লাখ ২০হাজার, এমএসবি ব্রিক ১লাখ, এইচকেবি ব্রিক ১লাখ ২০হাজার, এসএইচবি ব্রিক ১লাখ ২০হাজার, বিবিএম ব্রিক ১লাখ ২০হাজার।

এছাড়াও পাহাড় কর্তন ও অবৈধ ইটভাটার মধ্যে রয়েছে নাইক্ষ্যংছড়ি সদরের বিছামারা এলাকার জেডএসি ব্রিককে ৫লাখ টাকা, এছাড়া এসএইসবি ব্রিক-২, ১লাখ ২০হাজা, এফডিআর ব্রিক ৫লাখ ২০হাজার ও এইচএসবি ব্রিক ১লাখ ২০হাজার টাকা। জেলার নাইক্ষ্যংছড়ি ও লামা উপজেলার এসব ইট ভাটা মালিকের সাথে মতবিনিময় করা হয়।

জানা গেছে, জেলার নাইক্ষ্যংছড়ি ও লামা উপজেলার এসব ইটভাটায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করছিল না। তাছাড়া পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের কোন কাগজপত্রও নেই তাদের