মোঃ জয়নাল আবেদীন টুক্কু:
পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ির গহীন পাহাড়ে যৌথবাহিনীর অভিযানে আটক দুই পাহাড়ি সন্ত্রাসী জেএসএস কর্মীর বিরুদ্ধে অবশেষে মামলা করেছে বিজিবি। শনিবার ১১ বিজিবির পক্ষ থেকে নাইক্ষ্যংছড়ি থানায় মামলাটি দায়ের করা হয়। মামলার আসামিরা হলো উথোয়াই হ্লা মার্মা (২৪) সে লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের মংদো মার্মার ছেলে। ম্যানরুম মুরুং (৬০) সে নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের ম্রোংপাড়া এলাকার মৃত ধুই থং মুরুং এর ছেলে। রবিবার (৫ সেপ্টেম্বর) পুলিশ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন।
বিজিবি তাদের বিরুদ্ধে পেনেল কোড অনুযায়ী ১৪৪/৩৫৩/৩৩২/৩৩৩/৩০৭ ধারায় মামলা দায়ের করেন। সরকারি কাজে বাধা এবং বিজিবি সদস্যদের হত্যার উদ্দেশ্য গুলি বর্ষণের অভিযোগ করা হয়েছে।