চট্টগ্রাম সংবাদদাতা:
চট্টগ্রামে নভেল করোনাভাইরাসে গত একদিন আক্রান্ত হয়েছে আরও ১২০ জন। মারা গেছেন ৫ জন, যারা উভয় উপজেলার বাসিন্দা। তবে এদিন মহানগরে কেউ মারা যায়নি। নমুনা পরীক্ষায় সংক্রমণের হার ছিল ১১ দশমিক ৮২ শতাংশ।

রোববার (৫ সেপ্টেম্বর) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ কথা জানানো হয়।

জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘন্টায় চট্টগ্রামের নয়টি ও কক্সবাজার একটি ল্যাবে ১ হাজার ১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এসব নমুনায় ১২০ জন নতুন করে সংক্রমণ হয়েছে। যারা ৬২ জন মহানগরের এবং ৫৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

একই সময় চট্টগ্রামের বিআরটিআইডি ল্যাবে সর্বোচ্চ ৩৭৮ জনের নমুনা পরীক্ষা করে ৪৪ জন শনাক্ত হয়। আর এন্টিজেন টেস্ট ল্যাবে ৩৭ জনের নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছে মাত্র ১ জন। তবে শেভরন ল্যাবে ১৩৭ টি নমুনা পরীক্ষা করে সবগুলোই নেগেটিভ এসেছে।

অন্যদিকে উপজেলায় সর্বোচ্চ শনাক্ত ছিল বাঁশখালীতে ১৫ জন। তবে লোহাগাড়া, সাতকানিয়া, রাঙ্গুনিয়া, সন্দ্বীপ উপজেলায় কেউ শনাক্ত হয়নি। চট্টগ্রামে এ পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা ১ লক্ষ ৪৫ জন। মারা গেছেন ১ হাজার ২৪৬ জন।