খালেদ হোসেন, টাপু
রামুর আওয়ামী লীগ নেতা আলহাজ্ব ছিদ্দিক আহমদ সওদাগরের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।
বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর জানাজায় অংশ নেন।
বুধবার বেলা ২ টায় রামু কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন প্রবীণ আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা রশিদ আহমদ বিএ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আলী হোসেন কোম্পানী, সাবেক ফতেখাঁরকুল ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, বর্তমান চেয়ারম্যান ফরিদুল আলম, রামু উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ জনাঈদ বিপ্লব ও ইউনুছ রানা চৌধুরী, আবুল বশর মেম্বার,সাবেক ইউপি সদস্য সিরাজুল হক, রামু মন্ডল পাড়ার নূর আহমদ মেম্বার, গর্জনিয়া সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ইস্কান্দার মির্জা, ফতেখাঁরকুলের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নুরুল কবির হেলাল, রামু প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম রামু উপজেলা শাখার আহবায়ক নুরুল ইসলাম সেলিম, রামু উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক খালেদ হোসেন টাপু, কক্সবাজার জেলা তাঁতী লীগের সহ-সভাপতি আনছারুল হক ভূট্টো, এমপি কমলের একান্ত সহকারী একরামুল হাসান ইয়াসিন, রামু উপজেলা তাঁতীলীগের সভাপতি নুরুল আলম জিকু, সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মিজানুর হক রাজা, শ্রমিকলীগের সভাপতি শফিকুল আলম কাজল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আজিজুল হক আজিজ, মন্ডল পাড়ার সম্ভাব্য মেম্বার প্রার্থী আলহাজ্ব গফুর মিয়া, মরহুমের জামাতা মোহাম্মদ বেলাল উদ্দিন, ছাত্রলীগ নেতা তসলিম উদ্দিন সোহেল প্রমূখ।
জানাযায় বক্তব্য রাখেন মরহুমের ছেলে রামু চৌমুহনী রায়হান মেডিকোর স্বত্বাধিকারী হাজী মনির আহমদ, এমপি কমলের ব্যক্তিগত সহকারী আবু বকর সিদ্দিক।
জানা যায় ইমামতি করেন হাফেজ মোঃ ইউনুছ।
জানাযা শেষে রামুর মন্ডলপাড়া মাইমুন আলী সাহেবের মসজিদ সংলগ্ন কবরস্থানে আলহাজ্ব ছিদ্দিক আহমদ সওদাগরকে দাফন করা হয়।