সংবাদ বিজ্ঞপ্তি:
সাপ্তাহিক মাতামুহুরী পত্রিকার ২০তম বর্ষপূর্তি অনুষ্ঠিত হয়েছেন। বর্ষপূর্তি অনুষ্ঠানে রাজনৈতিকদল, সামাজিক সংগঠন ও বিভিন্নপেশার মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
১ সেপ্টেম্বর বিকেল চারটায় চকরিয়া পৌরশহরের অভিজাত রেস্তোরা গ্রীণচিলিতে চকরিয়া প্রেসক্লাবের সভাপতি জাহেদ চৌধুরীর সভাপতিত্বে ও সাপ্তাহিক মাতামুহুরী পত্রিকার সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজবাউল হক এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের কক্সবাজার পত্রিকার সম্পাদক মেয়র মুজিবুর রহমান কেক কেটে উদ্বোধন করেন বর্ষপূর্তি অনুষ্ঠান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম, সদস্য এটিএম জিয়া উদ্দিন চৌধুরী জিয়া, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সরওয়ার আলম, চকরিয়া আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট লুৎফুল কবির, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন জয়নাল, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি শহীদুল ইসলাম শহীদ, পৌরসভা কৃষক লীগের সভাপতি সুুলাল কান্তি সুশীল, ুচকরিয়া সিটি কলেজের সাবেক অধ্যক্ষ আবদুল কাইয়ুম, ঢাকাস্থ চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট ফয়জুল কবির, জেলা বিএনপির সদস্য এম গিয়াস উদ্দিন, কক্সবাজার-১ আসনে জাতীয় পার্টি থেকে মনোনয়ন প্রত্যাশী মো. শামসুল আলম, উপজেলা জাতীয় পার্টির সভাপতি জসিম উদ্দিন, প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুল মজিদ, মাতামুহুরী সাংগঠনিক থানা জাতীয় পার্টির সভাপতি এসএম জামাল উদ্দিন, সাপ্তাহিক মাতামুহুরীর নির্বাহী সম্পাদক মো. হেলাল উদ্দিন, উপজেলা যুবলীগ নেতা হেলাল উদ্দিন হেলালী, জেলা যুবদলের সহ-সভাপতি আকতার ফারুক খোকন, পৌরসভা যুবদলের সভাপতি ও সাবেক প্যানেল মেয়র শহিদুল ইসলাম ফোরকান, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাহবুবুল আলম, উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি জিল্লুর রহমান আনোয়ারী, মাতামুহুরীর সাহিত্য সম্পাদক হাসান মুরাদ ছিদ্দিকী, প্রেসক্লাবের সহ-সভাপতি জিয়াউদ্দিন ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ, দৈনিক যুগান্তরের চকরিয়া প্রতিনিধি আবুল মনসুর মো. মহসিন, সাংবাদিক মনজুর আলম, সাংবাদিক বাপ্পী শাহরিয়ার, দৈনিক যুগান্তরের লামা প্রতিনিধি ইলিয়াস আরমান, সাংবাদিক অলি উল্লাহ রনি, আবদুল করিম বিটু, তরুণ লেখক তানভীর মোরশেদ তামিম, জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মাষ্টার শফিকুর রহমান, রূপসীগ্রামের চকরিয়া প্রতিনিধি রাজু দাশ, সামাজিক কর্মী শাওন, দীপ্ত টিভির সুমন কান্তি দাশ, তরুণ লেখক শোভ ও জেলা আইসিটি ক্লাবের সভাপতি রায়হানুল ইসলাম।