আতিকুর রহমান মানিক:
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভার্চুয়াল স্মরণ সভা করেছে নজরুল আব্বাস উদ্দীন সেন্টার কক্সবাজার।

রবিবার (২৯ আগষ্ট ) সন্ধ্যায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট কবি ও লেখক ফরহাদ মাজহার।

নজরুল আব্বাস উদ্দীন সেন্টার কক্সবাজারের সভাপতি এডভোকেট রমিজ আহমদ ভার্চুয়াল স্মরণ সভায় সভাপতিত্ব করেন।

প্রধান নির্বাহী ও নজরুল গবেষক জিএএম আশেক উল্লাহর সঞ্চালনায় এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিদগ্ধ ও গুনী ব্যক্তিবর্গ অংশ নেন। সভার সার্বিক সমন্বয় করেন সেন্টারের অন্যতম পরিচালক সাংবাদিক ইমাম খাইর।

মাওলানা রফিক বিন ছিদ্দিকের পবিত্র কুরআান তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সভাপতি এডভোকেট রমিজ আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট কলামিস্ট ফরহাদ মাজহার বলেন, নজরুলের কাছ থেকে আমরা বিপ্লবের শিক্ষা পেয়েছি। নজরুলের সবচেয়ে সুন্দর দিকটা হল তার লিরিক। নজরুলের লেখনী আমাদের জাতিসত্তাকে জাগিয়ে তোলে। কবি নজরুলের শিক্ষা ধারণ করতে পারলে আমরা অনেক সফলতা পাব।

অনুষ্ঠানে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি মমতাজ উদ্দীন বাহারী, কক্সবাজার সাহিত্য একাডেমির সাধারণ সম্পাদক কবি রুহুল কাদের বাবুল, অধ্যাপক ফরিদুল আলম, অধ্যাপক ছৈয়দ নূর, অধ্যক্ষ দিদারুল্লাহ, রামু লেখক ফোরামের সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মনজুরসহ গুনীজনরা কবি নজরুলের জীবনী নিয়ে আলোচনা করেন।