আলমগীর মানিক, রাঙামাটি:
“বেশি বেশি মাছ চাষ করি,বেকারত্ব দূর করি” এ প্রতিপাদ্যে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উদযাপন উপলক্ষে রাঙামাটির কাপ্তাই হ্রদে পোনামাছ অবমুক্ত করণ কার্যক্রমের উদ্বোধন করেছেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার (এমপি)। রোববার সকালে রাঙামাটি জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে রাঙামাটি ফিসারীঘাট ঘাট এলাকায় এই পোনামাছ অবমুক্ত করণ করা হয়।

এসময় রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা উপমা, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহম্মেদ, আঞ্চলিক পরিষদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মোঃ কামাল উদ্দিন, জেলা পরিষদ সদস্য ও মৎস্য বিষয়ক আহ্বায়ক মোঃ আব্দুর রহিম, জেলা মৎস্য অফিসের সিনিয়র সরকারী পরিচালক মিজানুর রহমান, রাঙামাটি বিএফডিসির ব্যবস্থাপক নৌ কমান্ডার মোঃ তৌহিদুল ইসলাম, ডেপুটি ম্যানেজার জাহিদুল ইসলাম জাহিদ, সিবিএ নেতা আলাউদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারিগণ উপস্থিত ছিলেন।

পোনামাছ অবমুক্তকরণের পর-পর নদী উপকেন্দ্র, মৎস্য গবেষণা ইনস্টিটিউট মিলনায়ন কক্ষে এ বিষয়ে উপর সংক্ষিপ্তাকারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে সফল মৎস্যচাষীদের পুরস্কার প্রদান ও সুফলভোগীদের মাঝে মৎস্য চাষের উপকরণ বিতরন করা হয়।