এম.জিয়াবুল হক, চকরিয়া:
চকরিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইউনিয়নভিত্তিক সংগীত শিক্ষকদের মাঝে হারমোনিয়াম, তবলাসহ সংগীত সামগ্রী এবং বাই সাইকেল বিতরণ করা হয়েছে। চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তন মোহনায় অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ শামসুল তাবরীজ।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা জাহান, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা আবু জাফর, আওয়ামীলীগ নেতা আমিনুল করিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চিরিঙ্গা মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তছলিম উদ্দিন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নভিত্তিক প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় সমুহের সংগীত শিক্ষকদের মাঝে হারমোনিয়াম, তবলাসহ সংগীত সামগ্রী এবং বাই সাইকেল বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ শামসুল তাবরীজ বলেছেন, বর্তমান সরকার নতুন প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে ও শিক্ষাখাতের অগ্রগতি উন্নয়নে নিরলশভাবে কাজ করছেন। সেই আলোকে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে মানসম্মত পাঠশালা হিসেবে অবকাঠামোগত উন্নয়নে ঢেলে সাজাচ্ছে।

তিনি বলেন, করোনাকালীন সময়ে বিদ্যালয় বন্ধ থাকলেও সরকারি ভিন্ন পদ্ধতিতে শিক্ষার্থীদের লেখাপড়া অব্যাহত রেখেছে। তারপরও দীর্ঘদিন বিদ্যালয় বন্ধ থাকার কারণে ঝড়েপড়া রোধকল্পে সরকার সহসা বিদ্যালয়গুলো চালু করার উদ্যোগ নিয়েছেন। কার্যক্রম সচল হলেই শিক্ষার্থীদের লেখাপড়ায় গতি বাড়াতে হবে। দেড়বছর পিছিয়েপড়া শিক্ষাব্যবস্থাকে এগিয়ে নিতে হবে। এই ক্ষেত্রে শিক্ষকদেরকে বেশি ভুমিকা পালন করতে হবে।

ইউএনও আরও বলেন, ইউনিয়নভিত্তিক বিদ্যালয়গুলোতে সংগীত সামগ্রী দেয়ার একমাত্র উদ্দেশ্যে হচ্ছে, লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদেরকে ক্রীড়া ও সাংস্কৃতিক পাঠদান নিশ্চিত করতে হবে। যাতে শিক্ষার্থীদের মাঝে বহুমুখী প্রতিভার বিকাশ ঘটে।