জাকারিয়া আলফাজ, টেকনাফ :
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ মাঝের পাড়া নৌকা ঘাট থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়েছে।
অভিযানে পাচারকারী ব্যাক্তি পালিয়ে গ্রামে ঢুকে পড়ায় অনেক চেষ্টা করেও তাকে আটক করা সম্ভব হয়নি বলে জানায় পুলিশ। তবে পালিয়ে যাওয়া ব্যক্তি, শাহপরীর দ্বীপ মাঝের পাড়া এলাকার জালাল আহমেদের ছেলে জামাল উদ্দিন কে পলাতক আসামি করে পুলিশের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে।
টেকনাফ মডেল থানা পুলিশের অফিসার ইন-চার্জ (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে পুলিশ। সীমান্তের ইয়াবা কারবারি ও মাদকের চালান আটকে পুলিশ নির্ঘুম অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে শাহপরীর দ্বীপ এলাকায় একটি অভিযানে ৫০ হাজার পিস ইয়াবার একটি চালান আটক করতে সক্ষম হয় পুলিশ। এ ঘটনায় এক ব্যাক্তিকে পলাতক আসামি করে মামলা করা হয়েছে।
তিনি আরো বলেন, ইয়াবা কারবারিদের কোন অবস্থায় ছাড় দেয়া হবেনা। তাদের বিরুদ্ধে যতটা কঠোর হওয়া দরকার আমরা ততটাই কঠোর হবো। শুধু মাদক উদ্ধার নয়, পাচারকারী বা কারবারিদের ধরে আইনের আওতায় নিয়ে আসতেও তৎপর রয়েছে পুলিশ।
ইয়াবা উদ্ধার অভিযানে নেতৃত্বদানকারী শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই মিজানুর রহমান বলেন, মাঝের পাড়া নামক ঘাট থেকে ইয়াবা বহন করে এক ব্যাক্তি চলে যাওয়ার খবর পেয়ে পুলিশের একটি টীম সেখানে অভিযান পরিচালনা করে। এসময় পাচারকারী ব্যাক্তি দূর থেকে পুলিশকে লক্ষ্য করা মাত্র কাঁধে থাকা ব্যাগটি ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে পুলিশ ব্যাগটি উদ্ধার করে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।