সংবাদ বিজ্ঞপ্তি:
বাংলাদেশ আওয়ামী লীগ কক্সবাজার জেলা শাখার বিশেষ বর্ধিত সভা আগামী ২৮ আগষ্ট, শনিবার সকাল সাড়ে ১০ টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জাতীয় সংসদের মাননীয় হুইপ জননেতা আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক জননেতা এডভোকেট সিরাজুল মোস্তফা।

সভায় জেলা আওয়ামী লীগের সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ, উপজেলা ও সাংগঠনিক উপজেলার সভাপতি/সাধারণ সম্পাদক বৃন্দ, সহযোগী সংগঠনের সভাপতি/সাধারণ সম্পাদক বৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক জননেতা মেয়র মুজিবুর রহমান।