সংবাদ বিজ্ঞপ্তি:
সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র (জেইউসি) নির্বাহী পরিষদের এক সভা ২৬ আগষ্ট সভাপতি মমতাজ উদ্দিন বাহারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
যুগ্ম সম্পাদক হুমায়ুন সিকদারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহ সভাপতি নুরুল ইসলাম হেলালী, অর্থ সম্পাদক ছৈয়দ আলম, নির্বাহী সদস্য হাসানুর রশিদ, কল্যাণ তহবিলের আহবায়ক ইকরাম চৌধুরী টিপু ও আবাসনের আহবায়ক মোহাম্মদ হাসিম।
সভায় সাংগঠনিক বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা ও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
আগামী ৪ সেপ্টেম্বর ইউনিয়নের বিশেষ সাধারণ সভার দিনক্ষণ ধার্য্য করাসহ সাংগঠনিক বিভিন্ন দিক নিয়ে পর্যালোচনা করা হয়।
সভায় বিএফইউজের সাবেক সভাপতি রুহুল আমিন গাজীর মুক্তির দাবি জানানো হয়।
বাক স্বাধীনতার পথ আজ রুদ্ধ । কেউ প্রকৃত সংবাদ প্রকাশ করতে পারছেন না বলে নির্বাহী পরিষদ নেতৃবৃন্দ বলেন.।
সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের নির্বাহী কমিটির সভা
বিএফইউজে সাবেক সভাপতি গাজীর মুক্তির দাবি
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
