সংবাদ বিজ্ঞপ্তি:
প্রগতিশীল আন্দোলনের অন্যতম সংগঠক, হেমন্তিকা সাংস্কৃতিক গোষ্ঠীর প্রতিষ্ঠাতা কথাশিল্পী এ.এইচ.এম. রিয়াজ শহীদ আর নেই। তিনি সাউথ আফ্রিকায় দীর্ঘ সময় প্রবাসী জীবন যাপন করেছিলেন। সেখানেই তার জীবনাবসান ঘটে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। তিনি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলা ইলিশিয়া ইউনিয়নে জন্ম গ্রহণ করেন।

মৃত্যুকালে তার ১ কন্যা সন্তান ছিল। তার মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শোকে মুহ্যমান হয়ে পড়েন সাংস্কৃতিক কর্মীরা।

অসংখ্য গণসংগীত রচয়িতা ও সুরকার এ.এইচ.এম. রিয়াজ শহীদ এর প্রতি শ্রদ্ধা ও শোক প্রকাশ করে গণমাধ্যমে বিবৃতি পাঠান “হেমন্তিকা সাংস্কৃতিক গোষ্ঠী”। বিবৃতি দাতারা হলেন-সংগঠনের সভাপতি (ভারপ্রাপ্ত) প্রকৌশলী বদিউল আলম, সহ-সভাপতি সুজন কল্যাণ বড়ুয়া, সাধারণ সম্পাদক অনিল দত্ত, সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক কল্লোল দে চৌধুরী, নার্গিস আক্তার রনি, অর্থ সম্পাদক আবদুল নবী, সাংস্কৃতিক সম্পাদক মঞ্জু বড়ুয়া রিয়া, দপ্তর সম্পাদক রবিউল হোসেন, হেমন্তিকার সংগঠক সুজন দাশ, নূর মোহাম্মদ। বিবৃতি দাতারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।