মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুল আলম মিজান জামিন লাভ করেছেন। কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নম্বর-২ এর বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জেরিন সুলতানা সোমবার ২৩ আগস্ট সকালে শুনানি শেষে মিজানুল আলম’কে জামিন প্রদান করেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণ হলো-গত ১১ আগস্ট কক্সবাজার জেলা সদর হাসপাতালের টিকা সেন্টার নার্সিং ইনস্টিটিউটে লাইন ভঙ্গ করে জোর করে টিকা প্রদান ভবনে প্রবেশের চেষ্টার অভিযোগ আনা হয় মিজানুল আলমের বিরুদ্ধে। এনিয়ে কর্তব্যরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি হয়। এঘটনায় ছাত্রনেতা মিজানুল আলমকে গ্রেপ্তার করে তাঁর বিরুদ্ধে ফৌজদারি দন্ডবিধির ১৮৬/৩৩২/৩৫৩/৫০৬ ধারায় কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়। যার নম্বর সদর থানা-১৭/২০২১, যার জিআর মামলা নম্বর : ৪৯৭/২০২১ ইংরেজি। পরে গত ১৭ আগস্ট মামলার আইও মিজানুল আলম এর বিরুদ্ধে রিমান্ড চাইলে বিজ্ঞ বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জেরিন সুলতানা শুনানী শেষে রিমান্ড না মঞ্জুর করে মিজানুল আলমকে জেল গেইটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

আদালতে জামিন আবেদন শুনানীকালে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আবুল কালাম ছিদ্দিকী, সাবেক সভাপতি এডভোকেট মোহাম্মদ ছৈয়দ আলম, এডভোকেট আমির হোসেন, এডভোকেট শাহাবুদ্দীন, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মোস্তাক আহমেদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সেলিম উল্লাহ, এডভোকেট মোহাম্মদ আবদুল্লাহ, এডভোকেট তাওহিদুল আনোয়ার, এডভোকেট মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী, এডভোকেট মনির উদ্দিন, এডভোকেট এসডি বাবু, এডভোকেট রাবেয়া বেগম, এডভোকেট জুনায়েদ সহ প্রায় ২০ জন আইনজীবী অংশ নেন।