মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

রোববার ২২ আগস্ট কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ৬৫৬ জনের নমুনা টেস্ট করে ৮৯ জনের টেস্ট রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া গেছে। বাকী ৫৬৭ জনের নমুনা টেস্ট রিপোর্ট ‘নেগেটিভ’ আসে।

কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া সিবিএন-কে এ তথ্য নিশ্চিত করেছেন।

কক্সবাজার মেডিকেল কলেজের (পিসিআর) ল্যাবে আজ শনাক্ত হওয়া ৮৯ জন করোনা রোগীর মধ্যে ১৪ জন আগে আক্রান্ত হওয়া রোগীর ফলোআপ টেস্ট রিপোর্ট। বাকী নতুন শনাক্ত হওয়া ৭৫ জন সকলেই কক্সবাজারের রোগী।

তারমধ্যে, ১০ জন রোহিঙ্গা শরনার্থী। এছাড়া সদর উপজেলায় ১৮ জন, উখিয়া উপজেলায় ১২ জন, টেকনাফ উপজেলায় ১৪ জন, চকরিয়া উপজেলায় ৮ জন, পেকুয়া উপজেলায় ৬ জন এবং মহেশখালী উপজেলার ৭ রোগী রয়েছে।

এনিয়ে, আজ ২২ আগস্ট পর্যন্ত শনাক্ত হওয়া রোগী সহ কক্সবাজার জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা হলো-২১ হাজার ১৩ জন। এগুলো ছাড়া কক্সবাজার জেলা সদর হাসপাতাল ও কক্সবাজারের অন্যান্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সমুহে র‍্যাপিড এন্টিজেন টেস্ট পদ্ধতিতে আজ করোনা শনাক্ত হওয়া রোগীও রয়েছে। যা প্রতিদিন জেলার করোনা শনাক্ত হওয়া রোগীর মোট সংখ্যা নিরূপণে যোগ হবে।

এদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস ডা. তনুশ্রী মজুমদার স্বাক্ষরিত প্রতিবেদন মতে, গত ২১ আগস্ট পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কক্সবাজার জেলায় মৃত্যুবরণ করেছেন ২৭০ জন। তারমধ্যে, ৩১ জন রোহিঙ্গা শরনার্থী।