জাহাঙ্গীর আলম, টেকনাফ:
কক্সবাজার টেকনাফ মডেল থানার আওতাধীন হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ভবনটি অত্যন্ত ঝুঁকির্পূণ ও বেহাল অবস্থায় রয়েছে ।যেকোন সময় ভবন টি ধসে পড়ার শঙ্কা।

কক্সবাজার-টেকনাফ হাইওয়ে সড়কের পাশে ১৯৯৫সালে হোয়াইক্যং ইউনিয়ন ২নং ওর্য়াড আমতলী গ্রামে পুলিশ ফাঁড়িটি নির্মিত হয়েছিল। এরপর থেকে পুলিশ বাহিনীর সদস্যরা হোয়াইক্যং ইউনিয়নে মাদক,ডাকাতি সহ সার্বিক আইনশৃংখলা নিয়ন্ত্রণের দায়িত্বে নিয়োজিত।

হোয়াইক্যং ইউনিয়নের বিশাল জনসংখ্যায় অল্প সংখ্যাক পুলিশ সদস্যরা জনগনের নিরাপত্তা প্রদানের লক্ষে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি পুলিশ সদস্যরা দায়িত্ব পালন এবং তারা নিজেরাও ঝুকির্পুণ পুলিশ ফাঁড়ি ভবনে রাতযাপন করেই সরকারী কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

মুলত ১৯৯৫সালে নির্মিত উক্ত ভবনটির বর্তমান যে বেহাল অবস্থা সৃষ্টি হয়েছে তা অত্যন্ত দুঃখ জনক।
বৃষ্টি হলে পুলিশ ফাঁড়ি ভবনের উপরের ছাদ থেকে পানি পড়ে ফাঁড়ির ভিতর পানি জমে যায়। ভবনের প্রায় পিলার দেয়াল জরাজীর্ণ হয়ে পড়েছে,এবং সিমেন্টের কণকর ঝড়ে ঝড়ে পড়ে যাচ্ছে,কণকর ঝড়ে লোহা দেখা যাচ্ছে লোহা গুলো প্রায় নষ্ট হয়ে গেছে।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি’র ভবন থেকে কিছুদিন আগেও ফ্যান ছুটে পড়ে দু’জন পুলিশ সদস্য আহত হয়।

এবং উক্ত পুলিশ ফাঁড়িতে নেই কোন সরকারী গাড়ি,বিশেষ কোন প্রয়োজনে পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে বাহিরে যেতে হলে সিএনজি অথবা অটো গাড়ি নিয়ে যেতে হয়।

টেকনাফ মডেল থানা অফিসার ইনর্চাজ(ওসি) মোঃ হাফিজুর রহমান বিষয়টি নিয়ে জানালেন , ইতোমধ্যে কক্সবাজার জেলা পুলিশ সুপার(এসপি) মোঃ হাসানুজ্জামান হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি টি পরির্দশন করেন। নতুন ভবন নির্মানের জন্য উর্ধতন কর্মকর্তাগণ কে অবহিত করেছে।