প্রেস বিজ্ঞপ্তি:

২১ আগষ্ট বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলার ঘৃণ্যতম দিন উপলক্ষ্যে বিক্ষোভ করেছে কক্সবাজার জেলা ছাত্রলীগ।

শনিবার বিকেলে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ দৌলত ময়দানে এসে বিক্ষোভ মিছিল শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে আওয়ামী লীগের আলোচনা সভায় অংশগ্রহণ করে জেলা ছাত্রলীগের এক ঝাঁক নেতাকর্মী।
আলোচনা সভায় ২০০৪ সালের ২১ আগষ্ট বিএনপি ও জামাতের রাষ্ট্রীয় মদদে ঘঠিত গ্রেনেড হামলার সাথে সম্পৃক্ত সকলকে বিচারের আওতায় আনার দাবী জানান জেলা ছাত্রলীগ সভপতি এস এম সাদ্দাম হোসাইন।

এসময় জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মারুফ আদনান বলেন,”ইতিহাসের এমন ঘৃন্যতম মুহুর্ত যেন ভবিষ্যতে আর কখনো না আসে সে প্রত্যয়ে সকলকে সংগঠিত হতে হবে।”

উক্ত আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম, সাধারণ সম্পাদক বাবু উজ্জ্বল কর, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট রনজিদ দাশ সহ জেলা ও পৌর আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।