আব্দুস সালাম,টেকনাফ:
কক্সবাজারের টেকনাফে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২ হাজার ১’শ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
শনিবার (২১ আগষ্ট) দুপুরে টেকনাফ পৌরসভার হাজী গণি মার্কেটের কবিরের কাঁচা তরকারীর দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি হলেন, টেকনাফ সদর ইউনিয়নের খানকার ডেইল এলাকার মৃত মৌঃ আলফাজের ছেলে মো. সাইফুল্লাহ (প্রকাশ) সাইফুল (৩২)।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানা পুলিশের এসআই হোসাইনের নেতৃত্বে পুলিশের একটি টিম টেকনাফ পৌরসভার হাজী গণি মার্কেটের কবিরের কাঁচা তরকারীর দোকানের সামনে মাদক বিরোধী অভিযান পরিচালানা করা হয়। এসময় ২ হাজার ১’শ পিস ইয়াবাসহ সাইফুল কে আটক করতে সক্ষম হয়। এসময় তার ব্যবহৃত একটি মোবাইল ফোন করা হয়।
তিনি আরো জানান,এ ঘটনায় ইয়াবাসহ আটককৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।