মো. নুুরুল করিম আরমান, লামা প্রতিনিধি:
প্রবীণ হউক প্রেরণার উৎস্য -এ শ্লোগানকে প্রতিপাদ্য করে বান্দরবানের আলীকদম উপজেলায় ‘প্রবীণ সুরক্ষায় সমাজের করণীয়’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম বিভাগীয় সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ শাহী নেওয়াজের পৃষ্টপোষকতায় সামাজিক সচেতনতামূলক কর্মকান্ডের অংশ হিসেবে ব্যক্তিগত উদ্যোগে শনিবার দুপুরে উপজেলার চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফেরদৌস রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. সায়েদ ইকবাল। মাতামুহুরী সমাজ কল্যাণ পরিষদের নির্বাহী পরিচালক মো. আলমগীরের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন, চট্টগ্রাম বিভাগীয় সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ শাহী নেওয়াজ। এতে চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ মো. দেলোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবদুল মন্নান, ইউনিয়ন পরিষদ সদস্য অলিউর রহমান ও সমাজ সেবক মফিজ মিয়া বিশেষ অতিথি ছিলেন। বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘের আলীকদম শাখার আয়োজনে কর্মশালায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সহ শতাধিক প্রবীণ নারী পুরুষ অংশ গ্রহণ করেন।