আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের আনোয়ারায় সিএনজি চুরির ঘটনা ঘটেছে। উপজেলার বরুমচড়ার উকিলবাড়ী এলাকায় শুক্রবার ভোর রাতের দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর থানায় অভিযোগ করা হয়েছে।
গত একমাসে শুধুমাত্র বরুমচড়ায় চারটি সিএনজি চুরির ঘটনা ঘটেছে।
সূত্র জানায়, শুক্রবার ভোর রাতের যেকোন সময় উপজেলার বরুমচড়া গ্রামের উকিলবাড়ী এলাকার একটি গ্যারেজ থেকে একটি সিএনজি গাড়ী নিয়ে যায় চোরের দল। ওই গ্যারেজে তিনটি সিএনজি ও একটি মোটরসাইকেল থেকে নম্বর সম্বলিত (চট্টগ্রাম- থ- ১৪- ৭৬৩৭) সিএনজিটি নিয়ে যায় চোরেরা।
ঘটনার পর শুক্রবার আনোয়ারা থানায় লিখিত অভিযোগ করেছেন গাড়ীর মালিক ও চালক মো. সোহেল।
সূত্র আরও জানায়, আনোয়ারায় যানবাহন চুরি নিয়মিত হলেও আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকরী পদক্ষেপ তেমন চোখে পড়েনা। গত একমাসে শুধুমাত্র বরুমচড়ায় চারটি সিএনজি চুরির ঘটনা ঘটেছে। পাশাপাশি চাতরী চৌমুহনী হতে ট্রাফিক পুলিশেরও একটি মোটরসাইকেল চুরি হয় বুধবার। কিন্তু কোন চুরির পর গাড়ী উদ্ধার করা যায়নি।
চুরি হওয়া সিএনজি মালিক মো. সোহেল বলেন, কয়েকমাস আগে ঋণ করে তিন লাখ আশি হাজার টাকায় সিএনজিটি কিনি। এরপর কেইপিজেডের ভাড়া মেরে সাপ্তাহিক কিস্তি পরিশোধ করতাম গাড়ী চালিয়ে। ঋণের টাকা শোধের আগেই চুরি হলো সিএনজিটি! এখন পরিবারের সাতজনকে নিয়ে বিপদে পড়ে গেলাম।
আনোয়ারা থানার ওসি এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন,সিএনজি চুরির ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ উদ্ধার তৎপরতা শুরু করেছে।