জাহাঙ্গীর আলম,টেকনাফ:
কক্সবাজার টেকনাফ-২ বিজিবি’র দমদমিয়া বিওপি চেকপোস্টে বিজিবি’র প্রশিক্ষিত ডগ ও হ্যান্ডেলারগণের তল্লাশীতে কক্সবাজারগামী একটি ট্রাক থেকে ৬০ হাজার ইয়াবাসহ ২ ইয়াবা কারবারী আটক হয়েছে।
শুক্রবার (২০ আগস্ট) সকাল ১০টার দিকে হ্নীলা ইউনিয়নের দমদমিয়া বিজিবি চেকপোস্টে ইয়াবা উদ্ধারসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন টাঙ্গাইলের কালিহাতি সরলা এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে মো. লেবু মিয়া (২৫) ও নিকরাইল গোহালিয়া বাড়ির মো. সানোয়ার হোসেনের ছেলে মো. ইসমাইল হোসেন (৩৪)।
টেকনাফ-২বিজিবি’ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ ফয়সল হাসান খান জানান, টেকনাফ থেকে আসা কক্সবাজারগামী একটি ট্রাক দমদমিয়া বিওপি চেকপোস্টে পৌছলে ডগ ব্রাভো ট্রাকের এয়ার ক্লিনার ফিল্টার থেকে ঘ্রাণ পায়। বিজিবি সদস্যরা এয়ার ক্লিনার ফিল্টারে অভিনব কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় কালো টেপ মোড়ানো প্যাকেট উদ্ধার করে।
উদ্ধারকৃত প্যাকেট গুলো খুলে প্যাকেটের ভিতর হতে ৬০ হাজার পিস ইয়াবা জব্দ করে। উদ্ধারকৃত ইয়াবার বাজার মুল্য এক কোটি আশি লক্ষ টাকা।এবং ইয়াবা পাচারে ব্যবহৃত ট্রাকটি আটক করা হয়।
আটককৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করতঃ জব্দকৃত ইয়াবাসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।