শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া:

কুতুবদিয়ায় পুকুর থেকে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার করা হয়েছে । বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকাল ১১ টায় শাহনেওয়াজ (৭) নামের এক শিশু নিখোঁজ হয়। সে দক্ষিণ ধূরুং ইউনিয়নের কুতুব শরীফ দরবারে পাশে সিকদার পাড়ার তৌহিদুল ইসলামের ছেলে।
তার পিতা জানান, স্থানীয় পূর্ব চর ধূরুং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেনীর পড়ুয়া সাত বছরের ছেলে শাহনেওয়াজ বৃহস্পতিবার সকাল ১১ টায় খেলতে যায়। তখন থেকে শাহনেওয়াজকে বাড়ীতে না দেখে তার বাবা বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে। তার সন্ধানে সন্ধ্যায় মাইকেও প্রচার করেন।
শুক্রবার ভোরে বাড়ীর পাশের পুকুরে অর্ধ ডুবন্ত অবস্থায় শিশুটিকে মৃত উদ্ধার করা হয়।