আবুল কালাম, চট্টগ্রাম:

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর মৃত্যুর পর ভারপ্রাপ্ত আমির হিসেবে আপাতত দায়িত্ব পালন করবেন সংগঠনটির প্রধান উপদেষ্টা আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) জানাজা শেষ এ তথ্য নিশ্চিত করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদ্রিস।

তিনি জানান, আপাতত ভারপ্রাপ্ত হিসেবে হেফাজত ইসলামের আমিরের দায়িত্বে থাকবেন মুহিব্বুল্লাহ বাবুনগরী। তবে, এ বিষয়ে সূরা কমিটিসহ সবাই মিলে সিদ্ধান্ত নেবেন।

এদিকে বাবুনগরীর নামাজের জানাজা শেষে নিজ বাড়িতে দাফন সম্পন্ন করার কথা থাকলেও অবশেষে হাটহাজারী মাদ্রাসায় চিরনিদ্রায় শায়িত হয়েছেন তিনি। দাফন নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য পাওয়া যায় হেফাজত নেতাকর্মীদের মধ্যে।

সর্বশেষ বাবুনগরীর মরদেহ তার ফটিকছড়িতে দাফনের কথা জানায় সংগঠনটির একাধিক নেতারা।

এর আগে বৃহস্পতিবার দুপুরে নগরের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন জুনায়েদ বাবুনগরী।