সিবিএন ডেস্ক:
আফগানিস্তানের ক্ষমতা দখল করলেও তালেবানের গলার কাটা হয়ে থাকছে যুক্তরাষ্ট্র। আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, আফগান কেন্দ্রীয় ব্যাংকের সাড়ে নয়শ কোটি ডলারের (বাংলাদেশি টাকায় যার পরিমাণ ৮০ হাজার ৬০০ কোটি টাকার বেশি) সম্পদ জব্দ করেছে যুক্তরাষ্ট্র।

যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি হয়নি মার্কিন রাজস্ব দফতর। মার্কিন প্রশাসনের এক কর্মকর্তার বরাতে আল জাজিরা এমনটাই জানিয়েছে। গণমাধ্যমটি বলছে, এখনও মার্কিন রাজস্ব দফতরের নিষেধাজ্ঞার তালিকায় নাম রয়েছে তালেবানের। যার কারণে তারা আফগানিস্তানে সরকার গঠন করলেও যুক্তরাষ্ট্রে থাকা আফগান কেন্দ্রীয় ব্যাংকের কোনো সম্পদ বা সম্পত্তির নাগাল পাবে না।

এদিকে, দেশ ছেড়ে পালিয়ে আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন আশরাফ গনি বলে জানা গেছে। যদিও আগে জানা গিয়েছিল তাজিকিস্তান কিংবা উজবেকিস্তানে গিয়েছেন তিনি। কিন্তু পরে তাজিকিস্তান তাকে ফিরিয়ে দেয়। তার ঘনিষ্ঠ মহল জানিয়েছিল, সাবেক আফগান প্রেসিডেন্ট আমেরিকায় যেতে পারেন। তবে জানা গেল আমিরাতে থাকতে চলেছেন তিনি।