সুনন্দন বড়ুয়া, প্যারিস থেকে:
গত ১৪ই আগষ্ট শনিবার ওয়ার্ল্ড ফেডারেশন অফ বাংলাদেশী বুড্ডিষ্টস (ডব্লিউএফবিবি) এর আহ্বায়ক ডঃ বসুমিত্র বড়ুয়ার সভাপতিত্বে এবং সদস্য সচিব সুহাস বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত হয় আহবায়ক কমিটির প্রথম ভার্চ্যুয়াল সভা হয়েছে। সভায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে অংশ গ্রহণ কারী সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংযুক্ত আরব আমিরাত থেকে যুগ্ন আহবায়ক ইন্জিনিয়ার আশীষ বড়ুয়া, ইতালী থেকে যুগ্ন আহবায়ক মানেন্দ্র বড়ুয়া, কানাডা থেকে যুগ্ন আহ্বায়ক আশীষ বড়ুয়া, ফ্রান্স থেকে যুগ্ন আহ্ববায়ক উদয়ন বড়ুয়া, সুজারল্যান্ড থেকে অর্থ বিষয়ক যুগ্ন আহবায়ক অরুন জ্যোতি বড়ুয়া, ইতালি থেকে অর্থ বিষয়ক যুগ্ন আহবায়ক ইঞ্জিনিয়ার সুমেধ তাপস বড়ুয়া, সাউথ কোরিয়া থেকে রানা বড়ুয়া জি স্যাং, সুলতানাত অফ ওমান থেকে সঞ্জয় বড়ুয়া, প্যারিস থেকে থেকে যুগ্ন সদস্য সচিব তাপস বড়ুয়া রিপন, অস্ট্রেলিয়া থেকে যুগ্ন সদস্য সচিব দিব্যেন্দু বড়ুয়া, নিউ ইয়র্ক থেকে যুগ্ন সদস্য সচিব রণবীর বড়ুয়া, জেনেভা থেকে যুগ্ন সদস্য সচিব সসীম গৌরী চরণ, আয়ারল্যান্ড থেকে যুগ্ন সদস্য সচিব দিলীপ কুমার বড়ুয়া, ভারত থেকে প্রতিনিধি সুমন বড়ুয়া, জাপান থেকে প্রতিনিধি কানন বড়ুয়া, ফ্রান্স থেকে সদস্য বিশু কুমার বড়ুয়া, বাংলাদেশ থেকে প্রতিনিধি মিতায়ন চাকমা, নরওয়ে থেকে সদস্য লাভলু বড়ুয়া, ঢাকা, বাংলাদেশ থেকে প্রতিনিধি ডালিম বড়ুয়া, আমেরিকার ফ্লোরিডা থেকে যুগ্ন সদস্য সচিব সংঘ প্রিয় বড়ুয়া, লন্ডন থেকে যুগ্ন সদস্য সচিব রিপন বড়ুয়া, অস্ট্রেলিয়া থেকে সদস্য সৈকত বড়ুয়া, নিউ ইয়র্ক থেকে বাবু দিলীপ বড়ুয়া এবং বোস্টন থেকে সদস্য শিমুল বড়ুয়া।
সভায় সর্বসম্মত ভাবে ডঃ বসুমিত্র বড়ুয়া’কে (ইউএসএ) চেয়ারম্যান ও আশীষ বড়ুয়া (কানাডা) কো-চেয়ারম্যান, সুহাস বড়ুয়া (বোষ্টন) উদ্যান বড়ুয়া(ফ্রান্স) অরুন বড়ুয়া (জেনেভা), ইঞ্জিনিয়ার আশীষ বড়ুয়া (ইউ,এ,ই) মিতায়ন চাকমা (বাংলাদেশ) সদস্য করে একটি গঠনতন্ত্র প্রণয়ন কমিটি গঠন করা হয়। উক্ত কমিটি প্রয়োজনে সদস্য সংখ্যা বৃদ্ধি করিতে পারিবে।
তা ছাড়া, গণসংযোগ ও সদস্য বিভাগে রয়েছেন দিব্যেন্দু বড়ুয়া (অস্ট্রেলিয়া – চেয়ারম্যান) সংঘ প্রিয় বড়ুয়া (ফ্লোরিডা) রণবীর বড়ুয়া ( নিউ ইয়র্ক) সসীম বড়ুয়া (জেনেভা) ও মিঠু কুমার বড়ুয়া (ফ্রান্স) লাভলু বড়ুয়া (নরওয়ে)
তথ্য – গবেষণা, মিডিয়া ও টিভি বিভাগে তাপস বড়ুয়া রিপন (ফ্রান্স – চেয়ারম্যান) দিলীপ কুমার বড়ুয়া, অসীম বিকাশ বড়ুয়া ( সাউথ কোরিয়া), সুনন্দন বড়ুয়া (ফ্রান্স), রানা বড়ুয়া (লং বীচ), শুভাশীষ বড়ুয়া ( নিউ ইয়র্ক) মং সিন মারমা (মালয়েশিয়া)
তথ্য, প্রযুক্তি, সফটওয়্যার এবং ওয়েবসাইট, এ-কমার্স বিভাগে সৈকত বড়ুয়া (অস্ট্রেলিয়া – চেয়ারম্যান) সুমন বড়ুয়া (ভারত) ও কানন বড়ুয়া (জাপান) শেকু বড়ুয়া (ক্যালিফোর্নিয়া) ডালিম বড়ুয়া (বাংলাদেশ)
সেমিনার ও ইভেন্টস বিভাগে ডালিম বড়ুয়া (বাংলাদেশ – চেয়ারম্যান) সঞ্জয় বড়ুয়া (ওমান) প্রতিনু প্রসাদ বড়ুয়া (প্যারিস) শিপন বড়ুয়া (ভার্জিনিয়া) অপূর্ব বড়ুয়া (হংকং)
নারী ও শিশু বিষয়ক বিভাগে ঝর্ণা বড়ুয়া (ক্যালিফোর্নিয়া – চেয়ারম্যান) অজন্তা বড়ুয়া (লন্ডন) দোলনা বড়ুয়া (আয়ারল্যান্ড) মনোনীত হয় ।