প্রেস বিজ্ঞপ্তি:
রামু উপজেলা ছাত্রলীগের মরণোত্তর সভাপতি প্রয়াত হোসাইন মাহমুদ রিফাতের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল করেছে কক্সবাজার জেলা ছাত্রলীগ।
মঙ্গলবার বিকেলে শহরের লালদীঘির পাড়স্থ জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে প্রয়াত হোসাইন মাহমুদ রিফাতের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে হাফেজ মাওলানা রিদুয়ানুল কবির রিদুয়ানের পরিচালনায় প্রয়াত রিফাতের আত্নার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এসময় কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসাইন বলেন, “প্রয়াত রিফাত রামুর ছাত্র রাজনীতির আদর্শ ছিল এবং তার অভাব কখনো পূরণ হবার নয়। আমরা কক্সবাজার জেলা ছাত্রলীগ একজন দুঃসময়ের সহযোদ্ধা হারিয়েছি।”
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনান প্রয়াত রিফাতের আত্নার মাগফিরাত কামনা করে বলেন “তার মতো অত্যন্ত পরিশ্রমী ছাত্রনেতার অকাল বিয়োগ রামুর ছাত্র রাজনীতির বিশাল ক্ষতি করেছে”।
দোয়া মাহফিলে জেলা ও উপজেলা ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রয়াত হোসাইন মাহমুদ রিফাত ২০১৭ সালের ১৭ আগষ্ট হ্নদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার অকাল মৃত্যুতে তৎকালীন জেলা ছাত্রলীগ সম্মানসূচক তাকে মরণোত্তর সভাপতি ঘোষণা করেছিল।