সংবাদ বিজ্ঞপ্তি
কক্সবাজার সদরের ১০ নং ঝিলংজা ও ৬ নং চৌফলদন্ডী ইউনিয়নের নিকাহ্ ও তালাক রেজিস্ট্রার (কাজী) হিসেবে নিয়োগ পেয়েছেন ৯ নং খুরুশকুল ইউনিয়নের বর্তমান কাজী মাওঃ মুহাম্মদ মনজুর আলম। তিনি অতিরিক্ত এ দায়িত্ব পালন করবেন।

১৬ আগষ্ট জেলা রেজিস্ট্রার মো. আব্দুল বাছেদ তালুকদার স্বাক্ষরিত অফিস আদেশ স্মারক নং-১১৮২/৪ মূলে এ তথ্য জানা গেছে।

অবগতি ও প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণার্থে আদেশের অনুলিপি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব, বাংলাদেশ নিবন্ধন মহাপরিদর্শক, সদর সাব-রেজিস্ট্রার বরাবর প্রেরণ করা হয়েছে।

কক্সবাজার জেলার সদর উপজেলার ১০ নং ঝিলংজা, ৬ নং চৌফলদন্ডী ও ৭ নং ভারুয়াখালী ইউনিয়নসমূহে কর্মরত নিকাহ্ ও তালাক রেজিস্ট্রার নছির শাহ মুহাম্মদ ইকবাল গত ১৩ আগষ্ট মৃত্যু বরণ করেন।
এ কারণে ৩টি ইউনিয়নের কাজী পদ মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন বিধিমালা ২০০৯ এর বিধি ১২ অনুসারে শূন্য হয়েছে।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন এস আর ও ২০১ আইন/২০০৯ এর প্রদত্ত ক্ষমতাবলে বিধি ৬ এর উপবিধি ১০ অনুযায়ী তাঁহার শূন্য অধিক্ষেত্র/ইউনিয়ন সমূহের মধ্যে ঝিলংজা ও চৌফলদন্ডী ইউনিয়নে পার্শ্ববর্তী ৯ নং খুরুশকুল ইউনিয়নে কর্মরত নিকাহ্ ও তালাক রেজিস্ট্রার মুহাম্মদ মনজুর আলমকে পুনরাদেশ/স্থায়ী নিকাহ্ ও তালাক রেজিস্ট্রার নিয়োগ না হওয়া পর্যন্ত তাহার দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হলো।