প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজার জেলা আওয়ামী লীগের উপদেষ্টা, কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, লেমশীখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সৈয়দ আহম্মদ কুতুবীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কক্সবাজার-২ (কুতুবদিয়া-মহেশখালী) আসনে সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক।
তিনি এক শোকবার্তায় মহান রাব্বুল আলামিনের কাছে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
শোকবার্তায় এমপি আশেক বলেন, সৈয়দ আহাম্মদ কুতুবী আজীবন বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে সংগ্রাম করে গেছেন। আওয়ামী লীগের দুর্দিনের কান্ডারী ছিলেন সৈয়দ আহমদ কুতুবী। এমন একজন ত্যাগী নেতার মৃত্যুতে আওয়ামী লীগ একজন নিবেদিত নেতাকে হারাল। যা কোনভাবেই পূরণ হবার নয়।
উল্লেখ্য, সৈয়দ আহমদ কুতুবী দীর্ঘ ৩২ বছর কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি, ৪ বছর সাধারণ সম্পাদক ও লেমশীখালী ইউনিয়নের প্রতিষ্ঠাতাকালীন চেয়ারম্যানসহ ৪ বার চেয়ারম্যান ছিলেন।
সৈয়দ আহমদ কুতুবীর মৃত্যুতে আশেক উল্লাহ রফিক এমপির শোক
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
