বার্তা পরিবেশক:

‘শোক থেকে শক্তি, শোক থেকে জাগরণ’ এই প্রতিপাদ্যের আলোকে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করেছে কক্সবাজার প্রেসক্লাব ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন।

১৫ আগস্ট সকালে কক্সবাজার প্রেসক্লাবে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য দিয়ে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় সদস্য মুজিবুল ইসলাম, কক্সবাজার প্রেসক্লাবের কর্মকর্তা দীপক শর্মা দীপু, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ফরহাদ ইকবাল, কর্মকর্তা মোহাম্মদ জুনাইদ, চঞ্চল দাশগুপ্ত, আহসান সুমন, শফি উল্লাহ শফি, মাহবুবুর রহমান, ইমরুল কায়েস, আমিনুল হক আমিন, শফিউল আলম।