মোঃ জয়নাল আবেদীন টুক্কু:
কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের পূর্ব হামজার ডেইলের এলাকা থেকে নাজমা আক্তার নামের এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করছে পুলিশ।
শনিবার (১৪ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে।
নিহত নাজমা আক্তার ওই এলাকার মোহাম্মদ আমজাদের মেয়ে।
কিশোরীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
পরিবারের দাবী তাকে পরিকল্পিত খুন করেছে প্রেমিক বাবু।
পারিবারিক সূত্রে জানা যায়, একই এলাকার বাসিন্দা বাইট্টাইয়ার ছেলে বাবু ওরফে প্রকাশ চোরা বাবুর সাথে দীর্ঘদিন ধরে নাজমা আক্তারের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।
নিহতের মা মনোয়ারা বেগম জানান, তিনি কলাতলীর একটি হোটেলে কাজের বুয়ার কাজ করেন।
প্রতিদিনের মত মনোয়ারা বেগম তার কর্মস্থলে গেলে কথিত প্রেমিক বাবু ওরফে চোরা বাবু তার মেয়ে নাজমা আক্তারকে বাসায় একা পেয়ে মুখে বালিশ চাপা দিয়ে শ্বাস রোধ করে হত্যা করে। এরপর গলায় রশি ঝুলিয়ে দিয়ে আত্নহত্যা বলে চালিয়ে দিতে বিভিন্ন কৌশল অবলম্বন করছে।
ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক ব্যবস্থা নেয়ার দাবি পরিবারের।