বার্তা পরিবেশক:
বাংলাবাজার আয়েশা ছিদ্দিকা (রা.) বালিকা মাদ্রাসায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার স্থাপন করা হয়েছে। জাতীয় শোক দিবসকে সামনে রেখে আজ সকালে আনুষ্ঠানিকভাবে এই কর্ণারের উদ্বোধন করা হয়েছে।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মাহমুদুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিলংজা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপিত সরওয়ার আলম চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন, মাদ্রাসা পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মোবাশ্বের আহমদ, কক্সবাজার শহরের আবুজার আল গিফারী একাডেমির প্রধান শিক্ষক মোঃ ইউনুছ। অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসার সুপার কুতুব উদ্দীন
অতিথিরা ফিতা কেটে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি সরওয়ার আলম চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে এই দেশের জন্মই হতো না। তিনি সারাটা জীবন এই দেশের মানুুষের অধিকার ও দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছেন। কিন্তু বিশ্বাসঘাতকরা স্বপরিবারে এই মহান মানুষকে হত্যা করেছে। জাতি এসব বিশ্বাসঘাতকদের চিরদিন ঘৃণা করবে আর চিরদিন জ্বলজ্বল করবে বঙ্গবন্ধু।
সভাপতি মাহমুদুল করিম বলেছেন, বঙ্গবন্ধু আমাদের জাতির জনক। তিনি দলমতসহ সবকিছুর উর্ধ্বে। তাই দলমতের উর্ধ্বে উঠে বঙ্গবন্ধুকে সম্মান জানাতে হবে, শ্রদ্ধা জানাতে হবে। যারা বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করবে না তারা রাজাকার।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শিক্ষক গিয়াস উদ্দীন। কোরআন তেলোয়াত করেন গ্রন্থারিক এনামুল হক। মোনাজাত পরিচালনা করেন সহকারী শিক্ষক ছলিম উল্লাহ। উপস্থিত ছিলেন মাদ্রাসার সকল শিক্ষক-শিক্ষিকা।
এই বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণারে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর পিতা-মাতা, বঙ্গমাতার ঐতিহাসিক ছবিসহ পরিবারের সকল সদস্যের ছবি স্থান পেয়েছে। সেই সাথে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মওলানা, ভাসানী, জাতীয় চারনেতার ছবি এবং মুক্তিযুদ্ধের অনেক দুর্লভ ছবি রাখা হয়েছে।