এম. এ আজিজ রাসেল :
দুর্যোগে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি মোকাবেলা বাংলাদেশ সফলতার সাথে কাজ করছে। তাই বিশ্বের উন্নত দেশগুলোর কাছে বাংলাদেশ এখন দূর্যোগ মোকাবেলায় বিশ্বে রোল মডেল।
শনিবার (১৪ আগষ্ট) সকালে কক্সবাজারে জেলা প্রশাসন আয়োজিত দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মোহাম্মদ মোহসীন।
জেলা প্রশাসক মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, সংসদ সদস্য জাফর আলম, শরনার্থী সেল এর প্রধান হাসান সরওয়ার, সিপিপি এর পরিচালক আহমেদুল হক, জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌরমেয়র মুজিবুর রহমান, প্রেসক্লাব সভাপতি আবু তাহের চৌধুরী ও সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম।
এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় দূর্যোগ মোকাবেলা সরকারে বিভিন্ন পরিকল্পনার উপর আলোকপাত করা হয়।
সভায় পাহাড়ধ্বস নিয়ে বিশেষ নিবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল।