হারুনর রশিদ, মহেশখালী:
মহেশখালী উপজেলার জনবহুল কালারমারছড়া ইউনিয়নকে ভেঙে জনস্বার্থে ৩ টি ইউনিয়ন করার বিষয়ে সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৪ আগস্ট সকাল ১০টার দিকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিক হয়। উক্ত সভায় ইউপি সচিব এবং সকল ওয়ার্ডের এমইউপিগণ ও সংরক্ষিত মহিলা এমইউপিগণ উপস্থিত ছিলেন ।
সভায় উত্তর মহেশখালী উপজেলা প্রশাসন বাস্তবায়নের লক্ষ্যে কালারমারছড়া ইউনিয়নকে জনসংখ্যার আধিক্য , উন্নয়ন কার্যক্রমের অপর্যাপ্ততা, ভৌগলিক আয়তনের বিশালতা, স্থানীয় প্রশাসনের অসুবিধা, বিচারিক কার্যক্রমের অসুবিধাসহ আরো নানাবিধ কারণ বিবেচনায় ইউনিয়নকে জনস্বার্থে ৩ টি ইউনিয়নে বিভাজনের বিষয়ে পুংঙ্খানো পুংঙ্খরূপে দীর্ঘক্ষণ আলোচনা হয়। আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয় । প্রস্তাবিত তিনটি ইউনিয়ন যথাক্রমে;-(১) ১,২ ও ৩ নং ওয়ার্ডকে নিয়ে উত্তর নলবিলা ইউনিয়ন পরিষদ , (২) ৪,৫ ও ৬ নং ওয়ার্ডকে নিয়ে ঝাপুয়া ইউনিয়ন পরিষদ এবং
(৩) ৭,৮ ও ৯ নং ওয়ার্ডকে নিয়ে কালারমারছড়া ইউনিয়ন গঠণের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
উক্ত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট দপ্তর বরাবরে আবেদন করার বিষয়ে সিদ্ধান্ত ও সর্বসম্মতিক্রমে গৃহীত হয় ।