জাহাঙ্গীর আলম কাজল, নাইক্ষ্যংছড়ি
নাইক্ষ‌্যংছড়ির ঘুমধুম থেকে ১৯০০ ইয়াবাসহ রহমত উল্লাহ (২৭)নামের এক রোহিঙ্গা মাদক পাচারকারীকে আটক করেছে ঘুমধুম তদন্ত কেন্দ্রের পুলিশ।
শুক্রবার (১৩ আগষ্ট) বিকেল সাড়ে ৬টার দিকে নাইক্ষ‌্যংছড়ি থানার চৌকস অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেনের দিক নির্দেশনায়, ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ(ওসি তদন্ত) দেলোয়ার হোসেনের নেতৃত্বে এস আই ইউনুছ সঙ্গীয় টীম মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩নং ঘুমধুম ইউনিয়নের ৫নং ওয়ার্ডের অর্ন্তগত উখিয়া-টেকনাফ রোডের টিভি টাওয়ার পূর্ব পাশে ইয়াহিয়া গার্ডেনের প্রবেশ মুখে চেকপোষ্ট বসিয়ে রহমত উল্লাহ নামের এক রোহিঙ্গা মাদক পাচারকারী কে ১ হাজার ৯শ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন পুলিশ।গ্রেফতারকৃত রহমত উল্লাহ (২৭) উখিয়ার কুতুপালং মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্প ৩ ‘ব্লক এ ৩০ হেড় মাঝি আহমদ হোসাইন ও সেড মাঝি মোঃ হোসেন ‘র আশ্রিত রোহিঙ্গা আজিম উল্লাহ’র পুত্র।
উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মুল‌্য ৫ লক্ষ ৭০ হাজার টাকা।
এ বিষয়ে সংশ্লিষ্ট ধারায় নাইক্ষ‌্যংছড়ি থানায় মামলা রুজু করা হয়েছে বলে সত‌্যতা নিশ্চিত করেন ওসি মুহাম্মদ আলমগীর হোসেন।