মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
শনিবার ১৪ আগস্ট ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড পর্যায়ে গণ টিকা প্রদানের কর্মসূচী স্থগিত থাকবে। গণ টিকা প্রদানের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা সাপেক্ষে তা আবার চালু করা হবে।
কক্সবাজারের সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি আরো জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান কেন্দ্র গুলোতে এস্ট্রেজেনেকার কোভিশিল্ড দ্বিতীয় ডোজ এবং সিনোফার্মার দ্বিতীয় ডোজ টিকা দেওয়া অব্যাহত রয়েছে। জেলার কিছু কিছু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাময়িকভাবে সিনোফার্মার প্রথম ডোজ টিকা প্রদান কমিয়ে দেওয়া হয়েছে। এ ব্যবস্থা শুধু টিকার সল্পতা নয়, প্রয়োজনীয় জনবলের অভাবে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান জানান, আগামী ২/৩ দিনের মধ্যে সিনোফার্মার চাহিদামাফিক টিকা কক্সবাজারে পাঠানো হবে। টিকা প্রাপ্তি সাপেক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান কেন্দ্র গুলো সহ জেলার সকল টিকাদান কেন্দ্রে সিনোফার্মার টিকা’র প্রথম ডোজ দেওয়া পূণরায় শুরু হবে।
প্রসঙ্গত, তৃণমূল পর্যায়ে একসপ্তাহের গণটিকা প্রদান কর্মসূচী টিকা সল্পতার জন্য সীমিত করে শুধুমাত্র ৭ আগস্ট একদিন গণটিকা প্রদান করা হয়েছিল। এদিন ১৪ আগস্ট থেকে তৃণমূলে আবার পুরোদমে গণটিকা কর্মসূচী চালু করা হবে বলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছিল। সে ঘোষণা স্থগিত করা হলো।