মোহাম্মদ নুরুদ্দোজা,চকরিয়া:
চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের মাঝেরফাঁড়ী বাজারে গত ৯ আগষ্ট সোমবার বিকাল তিনটার দিকে মেসার্স এম হোসাইন এন্টারপ্রাইজ নামক ইলেকট্রনিকস এর দোকানের ক্যাশের তালা ভেঙ্গে রক্ষিত ৪৫ হাজার টাকা লুট করে নিয়ে গেছে।
দোকানের প্রোপ্রাইটর সালাহ উদ্দিন জানিয়েছেন তিনি তার ইলেকট্রনিকস এর দোকান থেকে অল্প সময়ের জন্য জরুরী কাজে বাহিরে গিয়েছিলেন,ওই সময় লুটেরা সিন্ডিকেট চক্র তার অনুপস্থিতির সুযোগটিকে নিয়ে দোকানের ক্যাশের তালা ভেঙ্গে নগদ ৪৫হাজার টাকা লুট করে নিয়ে গেছে।
সালাহ উদ্দিন আরো জানান, তার দোকানের তালা ভেঙ্গে টাকা লুট করে নিয়ে যাওয়ার দৃশ্য দোকানের পার্শ্বস্থ সি,সি ক্যামেরায় ধরা পড়েছে। আরো জানিয়েছেন সি,সি ক্যামেরায় ধারনকৃত লুটকারী ২যুবককে চিনতে পেরেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য থানায় জিডি/অভিযোগ করবেন।