মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক বদরুল আলমের শারীরিক অবস্থা সংকটাপন্ন। তিনি করোনা আক্রান্ত হয়ে গত তিন দিন ধরে কক্সবাজার জেলা সদর হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসাধীন আছেন।
প্রবীণ শিক্ষক বদরুল আলমের জামাতা, বিশিষ্ট ব্যবসায়ী বেলাল আহমদ সিবিএন-কে এ তথ্য জানিয়েছেন। তিনি আরো জানান, শিক্ষাবিদ বদরুল আলমের দেহে অক্সিজেন স্যাচুরেশনের মাত্রা স্বাভাবিকের চাইতে অনেক কমে গেছে। করোনা ছাড়াও বদরুল আলম বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন। সুদীর্ঘকাল শিক্ষকতা করে ১৯৯৮ সালে অবসর নেওয়া আলোকিত জন বদরুল আলম কক্সবাজার সদর উপজেলার মনু পাড়ার স্থায়ী বাসিন্দা এবং বর্তমানে কক্সবাজার শহরের ঝাউতলা গাড়ির মাঠে বসবাস করছেন।
এদিকে, গুনী শিক্ষক বদরুল আলমের সুস্থতার জন্য মহান আল্লাহর অসীম রহমত ও সবার কাছে দোয়া কামনা করেছেন-তাঁর জামাতা, বিশিষ্ট এগ্রো ও পোলিট্টি উদ্যোক্তা বেলাল আহমদ।