সিবিএন ডেস্ক:
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ২৪১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এর মধ্যে ঢাকা বিভাগেই মারা গেছেন ১০৫ জন।
স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, বাকি বিভাগগুলোর মধ্যে চট্টগ্রাম বিভাগে ৫৯ জন, রাজশাহী বিভাগের ১২ জন, খুলনা বিভাগের ৩০ জন, বরিশাল বিভাগের ১২ জন, সিলেট বিভাগের সাতজন, রংপুর বিভাগের ১০ জন আর ময়মনসিংহ বিভাগের রয়েছেন ছয়জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ১০ হাজার ২৯৯ জন। আর দেশে করোনা সংক্রমণের ১৭ মাসে এসে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লাখ ৫৩ হাজার ৬৯৫ জনে।
স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ১০ হাজার ২৯৯ জনের মধ্যে ঢাকা বিভাগে শনাক্ত হয়েছেন চার হাজার ৫৭৬ জন, ময়মনসিংহ বিভাগে ৩৭৩ জন, চট্টগ্রাম বিভাগে দুই হাজার ২৭২ জন, রাজশাহী বিভাগে ৭২৩ জন, রংপুর বিভাগে ৬৭৩ জন, খুলনা বিভাগে ৬১২ জন, বরিশাল বিভাগে ৪৭৯ জন আর সিলেট বিভাগে শনাক্ত হয়েছেন ৫৯১ জন।