শাহেদুল ইসলাম মনির,কুতুবদিয়া:

অতিবৃষ্টি ও বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপসহ পূর্ণিমার জোয়ারে কুতুবদিয়ার আলী আকবার ডেইল ইউনিয়নের কাজীর পাড়া, নাছিয়ার পাড়া, হকদার পাড়া, তেলি পাড়া, হায়দার পাড়া, পন্ডিত পাড়া, চৌধুরী পাড়া, বায়ু বিদ্যুৎ কেন্দ্রসহ ১০টি গ্রামের প্লাবিত এলাকা পরিদর্শন করেন স্থানীয় সাংসদ আশেক উল্লাহ রফিক ।

সোমবার (২ আগস্ট) দুপুর ২টার দিকে তিনি কুতুবদিয়া উপজেলার প্লাবিত এলাকাগুলো পরিদর্শন করেন।

স্থানীয় সাংসদ আশেক উল্লাহ রফিক জানান, সাত দিনের মধ্যে যেভাবে সম্ভব জোয়ারের পানি ঠেকাতে ভাঙ্গন বেড়িবাঁধে জিও ব্যাগ দেয়ার। চলতি বছরেই উত্তর ধূরুং ইউনিয়নের কাজ প্রায় শেষ। যার কারণে সমস্যা হয়নি। পাশাপাশি স্থানীয়দের সচেতন হতে হবে যাতে জিও ব্যাগ ছেড়া না হয়, সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে। তিনি আরও জানান ১৯৯১ সালে যে বেড়িবাঁধ নিমাণ করা হয়েছিল সেটি অনিয়ম হাওয়ার কারণে কুতুবদিয়ার এ অবস্থা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দ্রুত সময়ে কুতুবদিয়া উপজেলাকে একটি সুরক্ষিত উপজেলায় পরিণত করার লক্ষ্য সুপার ডাইক বেড়ীবাঁধ নির্মাণ করবে।

তবে, আসন্ন অমাবস্যার জোয়ারের পানি ঠেকাতে বেড়িবাঁধ মেরামত ও ভাঙ্গন রোধ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জরুরী ভিত্তিতে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়ার আহবান জানান তিনি।

পরে, ক্ষতিগ্রস্ত ৪০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। খাদ্য সামগ্রী মধ্যে ছিল,১০ চাল,২ কেজি আলু,পিয়াজ ১ কেজি,ডাল ১ কেজি,তেল ১ কেজি। আবার দুপুর ৩টায় উপজেলা পরিষদে এসে ৫৫ বান্ডিল টিন, ৩ হাজার টাকা ৩৭ জনের মাঝে বিতরণ করেন।

এসময় কক্সবাজার জেলা আ’লীগ সভাপতি ও কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, উপজেলা আ’লীগ সভাপতি আওরঙ্গজেব মাতবর, আ’লীগের সাধারণ সম্পাদক ও আলী আকবর ডেইল ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুচ ছাফা বিকম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরের জামান চৌধুরী, কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ওমর হায়দার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস, আ’লীগের সহ সভাপতি হাজী মো. তাহের, আলী আকবর ডেইল ইউপি প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর সিকদার, বড়ঘোপ ইউনিয়ন আ’লীগের সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান টিটু, উপজেলা যুবলীগ আহবায়ক আবু জাফর সিদ্দিকী, যুগ্ম আহবায়ক সেলিম উদ্দিন লিটন, ছাত্রলীগ সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক মিজবাহুল রহমান তুহিন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও ঠিকাদারসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

একইদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাসিক সভা ও রাত সাড়ে ৮ টায় বড়ঘোপ আদিল কমপ্লেক্সে আ’লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।