আলাউদ্দিন, লোহাগাড়া প্রতিনিধি :
চকরিয়া উপজেলার দুই ইউনিয়ন শাহারবিল ও হারবাং বন্যাকবলিত মানুষের জন্য খাদ্য রান্না করা খবার ( খিচুড়ি) বিতরণ করা হয়েছে।
রবিবার (১ আগস্ট ) সকাল ১১ টার দিকে বাহরুল উলুম আল্লামা শাহ কুতুব উদ্দিন (রহ.) ফাউন্ডেশনের উদ্যোগে এসব খবার বিতরণ করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা ছলাহ উদ্দিন বেলাল।
এছাড়া একই দিনে লোহাগাড়ার আধুনগর ইউনিয়নের বিভিন্ন পাড়ায়ও বিতরণ করা হয় এসব রান্না করা খবার।
ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা ছলাহ উদ্দিন বেলাল জানান টানা বর্ষণে চকরিয়া উপজেলায় সৃষ্ট বন্যায় অসহায় হয়ে পড়েছে মানুষ। তাই ফাউন্ডেশনের উদ্যোগে হারবাং ও শাহারবিল ইউনিয়নে ২০০ পরিবার এবং আধুনগর ১০০পরিবার মধ্যে প্রায় ১৫০০জনের রান্না করাখাদ্য বিতরণ করা হয়। বন্যাকবলিত অসহায় মানুষের জন্য খাদ্য বিতরণে বাহরুল উলুম আল্লামা শাহ কুতুব উদ্দিন ফাউন্ডেশনের সাথে সার্বিক সহযোগিতায় ছিলেন চট্টগ্রামের স্বনামধন্য এনজিও সেবামূলক প্রতিষ্ঠান আলহাজ্ব শামশুল হক ফাউন্ডেশন।
আর্ত মানবতার সেবায় বাহরুল উলুম আল্লামা শাহ কুতুব উদ্দিন (রহ.) ফাউন্ডেশন। যে কোন দুর্যোগে সব সময় মানুষের পাশে আছে।আগামীতেও থাকবে ইনশাআল্লাহ।