মো. নুরুল করিম আরমান, লামা:
বান্দরবানের লামা উপজেলায় বন্য হাতি রাতভর তান্ডব চালিয়ে ৬ বসত ঘর ভাংচুর করেছে। এসময় ক্ষেতের ফসল, ফলদ ও বনজ বাগানেরও ব্যাপক ক্ষতিসাধন করে হাতিগুলো। উপজেলার লামা সদর ইউনিয়নের পোয়াং পাড়া ও লারিঙ্গাঝিরি এলাকায় বন্য হাতি এ তান্ডব চালায়।

স্থানীয় সূত্র জানায়, দু’টি বন্যহাতি ইউয়িনের লারিঙ্গাঝিরি ও পোয়াং পাড়া এলাকায় গত দু’রাতে তান্ডব চালিয়ে স্থানীয়দের বসত ঘর ভাংচুর করে। হাতিগুলো দিনের আলোতে পার্শ্ববর্তী পাহাড়ে অবস্থানের পর রাতের আঁধার নামলেই লোকালয়ে নেমে পড়ে। এতে অব্যাহত ডান্ডব চালিয়ে মো. খোকন, মিনু বড়ুয়া, গবিন্দ গরামি, মনোরঞ্জন, চকি বড়ুয়া এবং সুব্রত বড়ুয়ার বসতঘর ভাংচুর করে। একই সময় হাতিগুলো ভাংচুর করে ব্যাপক ক্ষতি করে জমির ফসল ও কলা বাগানসহ বিভিন্ন ফলদ বনজ বাগানের।

বন্য হাতির তান্ডবে ৬ বসতঘর ভংচুরের সত্যতা নিশ্চিত করে লামা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিন্টু কুমার সেন জানান, ধারনা করা হচ্ছে দলছুট হওয়ার কারন ও খাদ্যাভাবে হাতিগুলো লোকালয়ে তান্ডব চালাচ্ছে। বর্তমানেও হাতিগুলো ওই এলাকার পাহাড়ে অবস্থান করায় স্থানীয়দের মাঝে আতংক বিরাজ করছে।

এদিকে ক্ষতিগ্রস্তদের বিধি মোতাবেক ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা আছে বলে জানান লামা বিভাগীয় বন কর্মকর্তা এসএম কায়চার।