বার্তা পরিবেশক:
বন্যা আক্রান্ত মানুষের কাছে খাবার ও ত্রাণ ছুটে চলেছেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাদ্দাম হোসাইন।
শনিবারও জেলা ছাত্রলীগের উদ্যাগে রামু বানভাসী মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন কক্সবাজার তিনি।
খরস্রোত নদী পাড় হয়ে ও কাঁদা মাটি মাড়িয়ে কষ্ট করে তাদের মাঝে আসায় আবেগপ্রবণ হয়ে সাদ্দাম হোসাইনের কষ্টের তুলে ধরেন বন্যা আক্রান্তরা।
এসময় সাদ্দাম হোসাইন আজীবন সুখে-দুঃখে তাদের সন্তান হিসেবে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং প্রধানমন্ত্রীর শেখ হাসিনার কর্মী হিসেবে সহযোগির করে যাবেন বলে আশ্বস্ত করেন।

এই ত্রাণ কার্যক্রমে সাথে ছিলেন রামু উপজেলা ছাত্রলীগের নয়ন, সোহেল, সত্য, শাহিন, হিরু, তারেক, রিয়াদ, আজাদ, সৌরভ।
উল্লেখ্য, বন্যা আক্রান্ত হওয়ার পর থেকে এসএম সাদ্দাম হোসাইন সহায়তা নিয়ে বিপর্যস্ত মানুষের কাছে ছুটে যাচ্ছেন। এর মধ্যে রামু ফতেখার ইউনিয়নের দ্বীপ শ্রীকুল, কাউয়ারখোপ ইউনিয়নের ফুলনিরচর। গর্জনিয়া এবং কচ্ছপিয়া ইউনিয়নের প্রায় ১৫০ পরিবারের মাঝে জেলা ছাত্রলীগের পক্ষ থেকে খাদ্য সহায়তা দেওয়া হয়।